Submit ExpressSearch Engine Marketing Services

Thursday, October 15, 2015

৩১ লাখ শিশু না খেয়ে মারা যায়

বিশ্বে প্রতিবছর ৩১ লাখ শিশু না খেয়ে মারা যায়

 আস-সালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করি ভালো আপনাদের সুস্ততা আমার কাম্য বিশ্বে প্রতিবছর৩১ লাখ শিশু না খেয়ে মারা যায় এটি একটি মরমান্তিক ঘটনা ২০১৫ সালে বিশ্ব খাদ্য পরিস্থিতি শিশুমৃত্যুর বিষয়েগ্লোবাল হাঙ্গার ইনডেক্সএর প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যের অভাবে সারা বিশ্বে প্রতি বছর ৩১ লাখ শিশু না খেয়ে মারা যায়



সংঘাত অস্থিতিশীলতাই এসব শিশুদের অভূক্ত থাকার কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট জার্মানির একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ অভূক্ত থাকার মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এবং বর্তমানে সারা বিশ্বে প্রায় আট লাখ মানুষ খাদ্যের অভাবে ভুগছেপ্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বের ৫২টি উন্নয়নশীল দেশে গৃহযুদ্ধের কারণে খাদ্যের অভাব মারাত্মক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে সহিংসতা এবং অস্থিতিশীলতার কারণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র চাদের পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেএছাড়া সিরিয়া, ইরাক দক্ষিণ সুদানে সহিংসতার কারণে বড় রকমের খাদ্য-সংকট সৃষ্টি হয়েছে জার্মান স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মকর্তা জানান, বিশ্বে বর্তমানে ১৭ কোটি ২০ লাখ মানুষ যুদ্ধ সহিংসতার মুখে রয়েছে কারণে ইয়েমেন, আফগানিস্তান, জাম্বিয়া, পূর্ব তিমুর, সিয়েরালিয়ন, হাইতি, মাদাগাস্কার নাইজেরিয়ার বহু লোক খাদ্য সংকটের মুখে রয়েছে

আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন । 


সূএ :   আমাদের সময়.কম


No comments:

Post a Comment