এক চোখ খোলা রেখেই ঘুমায় কুমির
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আপনাদের সামনে জানাবো এক চোখ খুলা রেখে কুমির
গুমাই ।
নদীতে কুমিরের ঘুরে বেড়ানো কিংবা ডাঙ্গায়
বিশ্রামরত কুমিরকে দেখা যায় সচরাচরই। বিশালদেহী এ জলজ প্রাণীটি সাধারণত ঘুমের
সময় পানির উপরিভাগে অর্থাৎ তীরে এসে কখনো পুরো শরীরে কিংবা কখনো অর্ধেকটা পানিতে
ডুবিয়ে থাকতে দেখা যায় কুমিরকে।
কিন্তু এতো বড় প্রাণীটি এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।
গবষেকদের মতে, এর মূল কারণ হলো একই সময়ে মস্তিষ্কের মাত্র অর্ধেকটা বন্ধ থাকে এ প্রাণীর। তারা বলেছেন, এক-চোখের ঘুম কিছুটা অবাক করার মতো হলেও বিরল কিছু নয়।
বহু পাখি এবং কিছু ডলফিনসহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে।
মূলত কুমিরসহ এসব পাণিগুলো শরীরের এক অংশকে বিশ্রামে রেখে অন্যকে সচল রাখতে
সূত্র: বিবিসি বাংলা।
No comments:
Post a Comment